IPL

জনপ্রিয় আর্টিকেল

IPL 2024: আইপিএল Live Cricket Match । আইপিএল নিয়ে বিস্তারিত

আর্টিকেল এর সূচিপত্র

IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ক্রিড়া জগতের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। যে ক্রিকেটের জন্ম হয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে। কিন্তু সেই ক্রিকেটের সবচেয়ে বেশি উত্তেজনা দেখা দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। যা স্পন্সর জনিত কারণে আনুষ্ঠানিকভাবে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামে পরিচিত। ক্রিকেট বিশ্ব প্রতিবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দিকে তাকিয়ে থাকে। কারণ ক্রিকেটের সবচেয়ে জমকালো একটি আয়োজন হয়ে থাকে আইপিএলে। যেখানে সকল দেশের নামিদামি প্লেয়াররা খেলতে আসেন।

IPL কখন শুরু হয়?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল প্রতিবছর সাধারণত এপ্রিল এবং মে মাসের দিকে শুরু হয়। আইপিএল মূলত ভারতের কয়েকটি নির্দিষ্ট শহর এবং রাজ্যের প্রতিনিধিত্বকারী দলের মধ্যে আয়োজিত হয়ে থাকে। এ বছর ২০২৪ সালে আইপিএলের ১৭ তম আসর চলছে। এর পূর্বে আইপিএলের ১৬টি আসর হয়েছিলো। আইপিএলে ২০২২ সালে শিরোপাধারী দল হল গুজরাত টাইটান্স। যারা সর্বশেষ ২০২২ মৌসুমে শিরোপাটি জয়লাভ করেছিল। এই প্রতিযোগিতার সফলতম দল হল মুম্বই ইন্ডিয়ান্স, যারা এ পর্যন্ত সর্বমোট ৫ বার শিরোপা জয়লাভ করেছে।

আইপিএলের যাত্রা

২০০৮ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই কর্তৃক প্রতিষ্ঠা লাভ করে আইপিএল। আইপিএলের প্রতিষ্ঠাতা ও সাবেক কমিশনার হিসেবে ললিত মোদিকে আইপিএল এর উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়। ২০১০ সালে IPL ইউটিউবে সরাসরি সম্প্রচারকারী বিশ্বের প্রথম ক্রীড়া অনুষ্ঠানে পরিণত হয়। ডাফ অ্যান্ড ফেলপসের মতে 2018 সালে আইপিএলের মূল্য ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার ছিল। বিসিসিআই অনুসারে ২০১৫ সালে আইপিএল ভারতের অর্থনীতির জিডিপিতে অবদান রাখে ১১.৫ বিলিয়ন ভারতীয় রুপি যা ১২২ মিলিয়ন মার্কিন ডলার।

Sportzfy Apk Download । সব খেলা দেখুন এক এ্যাপসে

আইপিএলের দলসমূহঃ

  • চেন্নাই সুপার কিংস
  • দিল্লি ক্যাপিটাল
  • গুজরাট টাইটানস
  • কলকাতা নাইট রাইডার্স
  • লখনউ সুপার জায়ান্টস
  • মুম্বাই ইন্ডিয়ানস
  • পাঞ্জাব কিংস
  • রাজস্থান রয়েলস
  • রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর
  • সানরাইজার্স হায়দরাবাদ

প্রতিযোগিতার ধরনঃ

প্রতিবছর আইপিএলে ৮ থেকে ১০ টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সাথে দুইবার অর্থাৎ একবার নিজেদের মাঠে এবং একবার প্রতিপক্ষের মাঠে ডাবল রাউন্ড রবিন প্রতিযোগিতা অনুসারে খেলে থাকে। লিক পর্যায়ের খেলা শেষে দল গুলোর মধ্যে শীর্ষ চারটি দল পেলে অফ খেলার যোগ্যতা অর্জন করে। সর্বশেষ দুটি দল ফাইনাল খেলে এবং একটি দল চ্যাম্পিয়ন হয়।

IPL খেলা দেখার নিয়মঃ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগগুলোর মধ্যে আইপিএল অন্যতম একটি। ঘরে বসে আইপিএল খেলা লাইভ দেখার জন্য আমরা অনেকেই গুগলে অথবা প্লে স্টোরে সফটওয়্যার সার্চ করে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তেমন ভালো মানের কোন সফটওয়্যার খুঁজে পাই না। আজকে আপনাদের সাথে লাইভ আইপিএল খেলা দেখার জন্য সবচেয়ে সেরা জনপ্রিয় একটি সফটওয়্যার শেয়ার করব।

Sportzfy ডাউনলোড করুনঃ

Sportzfy এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি সরাসরি ক্রিকেট কিংবা ফুটবল সহ বিভিন্ন খেলা লাইভ দেখতে পারবেন। Sportzfy সফটওয়্যারটির ডাউনলোড লিংক নিচে শেয়ার করা হলো। সরাসরি লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করার মাধ্যমে উপভোগ করুন আপনার পছন্দের সব ধরনের খেলা।

ডাউনলোড করতে ক্লিক করুন- লাইভ ক্রিকেট ম্যাচ এ্যাপস (আইপিএল)

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
Pathokbd Logo
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
Inline Feedbacks
সব কমেন্ট দেখুন

Copyright © 2024 PathokBD.com