Artificial Intelligence

জনপ্রিয় আর্টিকেল

ড্রেস রিমোভ করে দিচ্ছে Artificial Intelligence

আর্টিকেল এর সূচিপত্র

Artificial Intelligence এর কাজ দেখে দিনদিন অবাক হচ্ছি আমরা। বিশ্ব আমাদের নিজ দায়িত্বে দেখিয়ে দিচ্ছে ইসলাম মেয়েদের জন্য যে পর্দা ফরজ করেছে তা কল্যানকর আর নারী জাতির জন্য রক্ষাকবজ। বর্তমান বিশ্বের AI (Artificial Intelligence) যেভাবে মানুষের কাজকে সহজ করে দিয়েছে তা কল্পনার বাইরে। কিছুদিন ধরে মেয়েদের যেকোনো ছবি Nude করে ব্লাকমেইল করা হচ্ছে। এসব ছবি তৈরি করা হচ্ছে AI দিয়ে একটি মাত্র ক্লিকে। শুধু এখানেই শেষ নয় AI দিয়ে আপনার এবং যেকোনো পুরুষের ছবি সে*ক্সুয়াল ভাবে উপস্থান করা সম্ভব। আপনাকে বিশ্বাস করতেই হবে যে – এটি আপনি আর অন্য একটি পুরুষ একত্রে সহ*বাস করছেন।
যেকোনো ছবির ড্রেস নিমিষেই সরিয়ে ফেলছে AI সিস্টেম। আপনি ভাবতে পারেন আপনার ছবি আর Nude ছবির তো মিল থাকার কথা নয়। কারণ আপনার দেহের ভিতরে কেমন সেটা তো শুধু আপনি জানেন। হ্যাঁ শুধু আপনি জানলেও আপনার মুখের সাথে মিল রেখেই আপনার দেহের অবশিষ্ট অংশ তৈরি করে দিবে Artificial Intelligence।
হুবহু আপনার দেহের অবকাঠামো ঠিক রেখেই তৈরি হবে Nude ছবি। আপনি মানুষকে কিভাবে বিশ্বাস করাবেন যে সেটি আপনার ছবি নয়? আপনি কি পারবেন আপনার দেহ দেখাতে? নাকি প্রমাণ না করতে পারার ব্যর্থতায় সম্মানের জন্য নিজের মৃ*ত্যু ডেকে আনবেন?
এবার একটু ইসলামের দৃষ্টিকোণের সাথে মিলিয়ে দেখি পর্দা কেনো জরুরি ছিলো, আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে।
নারীকে হাদীস শরীফে ‘আওরত’ বলা হয়। আওরত শব্দের অর্থ – গুপ্ত বা আবৃত। সুতরাং নারীর নামেই বুঝা যায় – নারীর জন্য পর্দা আবশ্যকীয়। পারিপার্শ্বিকতার বিবেচনায় বিবেকের দাবীও তাই। তেমনি শরীয়তে নারীর জন্য পর্দাকে ফরজ করা হয়েছে।

পবিত্র কুরআনে পর্দার নির্দেশঃ

আল্লাহ তা‘আলা আরো ইরশাদ করেন : “(হে নবী!) আপনি আপনার পত্মীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, যখন কোন প্রয়োজনে বাইরে বের হতে হয়, তখন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়। (যেন পর্দার ফরজ লংঘন না করে। এমনকি চেহারাও যেন খোলা না রাখে। তারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে।) ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। (সূরাহ আহযাব, আয়াত : ৬০)
এখানে আল্লাহ তায়ালা নারীকে আবৃত রাখার কথা বলেছেন যাতে তাদেরকে কেউ উত্যক্ত না করে। অধিকাংশ নারী আজ বের হলে ঠিকই নিজেকে ঢেকে রাখে আর সোসাল মিডিয়াতে নিজের রুপের বহিঃপ্রকাশ করে। কিন্তু সে জানেনা সোসাল মিডিয়া কত ভয়ংকর একটা স্থান। যার উদাহরণ বর্তমানে AI Dress Remover পদ্ধতি।

রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন –

“স্ত্রীজাতির পর্দায় গুপ্ত থাকার সত্তা। কিন্তু যখনই তারা পর্দার বাহিরে আসে, তখন শয়তান তাদের দিকে ঝুঁকে।” (তিরমিযী)
আজকের যুগের ঝুঁকে পড়া শয়তান হচ্ছে Artificial Intelligence। পর্দার বাইরে গিয়ে ছবি আপলোড দিচ্ছেন আর নরপি*শাচ গুলো আপনার ছবি নিয়ে আপনাকে ব্লাকমেইল করবে। পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে আমাদের ‘মুসলিম-সমাজ’ এতটাই প্রভাবিত হয়ে পড়েছে যে, কুরআন ও সুন্নাহর বিধানও তাদের কাছে অপরিচিত ও অপ্রয়োজনীয়!
সম্প্রতি ভাইরাল হওয়া টপিকের মধ্যে AI dress Remover গুগল সার্চে টপে রয়েছে। তার থেকে বুঝা উচিত কতটা ভয়ংকর রুপ নিচ্ছে। নারী জাতির জন্য এটি সবচেয়ে ক্ষতিকর। হে নারী! আপনাকেই বলছি- আপনার মতো অনেক নারী দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনিও চলে যাবেন। তবে যাওয়ার পূর্বে ভেবে নিয়েন জাহান্নামের অধিকাংশ হবে নারী। আপনিও কি তাদের অন্তর্ভূক্ত হচ্ছেন?

বই পড়তে ভালোবাসেন অর্ডার করুন স্বল্পমূল্যে – ক্লিক করুন

সর্বশেষ বলতে চাই-
AI আপনার ছবিকে Nude করে আপনার থেকে টাকা দাবি করবে, আপনার বন্ধুবান্ধব আপনার অগোচরে আপনার ছবি দিয়ে আপনাকে ব্লাকমেইল করে রুমে ডাকবে। আপনার পরিবারের কাছে আপনাকে কুরুচিপূর্ণ ভাবে উপস্থাপন করবে। আপনি আপনার সম্মান বাঁচাতে তাদের কথা মেনে নিয়ে টাকা দিবেন নয়তো দিবেন দেহ। অন্যথায় দিবেন জীবন।
সিদ্ধান্ত আপনার যে আপনি সতর্ক কখন হবেন!!!
প্রিয়জনের প্রয়োজনে শেয়ার করতে পারেন।
©রাসেল মাহমুদ

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
Pathokbd Logo
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
1 মতামত
মতামত
নতুন পুরাতন
Inline Feedbacks
সব কমেন্ট দেখুন
Rasel Mahmud
Rasel Mahmud
পাঠক
January 3, 2024 3:42 am
Ratting :
     

আল্লাহ তায়ালা নারীদের হেফাযত করুন। প্রকৃতঅর্থে পর্দাই নারীর জন্য এসব বিপদ থেকে রক্ষা কবজ।

Copyright © 2024 PathokBD.com