সহজে ইংরেজি শেখার

জনপ্রিয় আর্টিকেল

সহজে ইংরেজি শেখার সেরা ১০টি উপায়

আর্টিকেল এর সূচিপত্র

সহজে ইংরেজি শেখার অনেক উপায় রয়েছে। যা আপনার ইংরেজি শেখার স্প্ন পূরণ করবে। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের প্রায় একশত পঞ্চাশ (১৫০) কোটি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। যাদের মধ্যে প্রায় চল্লিশ (৪০) কোটির মত মানুষের মাতৃভাষা ইংরেজি। এই ভাষা শেখার গুরুত্ব অপরিসীম। ইন্টারন্যাশনাল (International) ভাষা হিসেবে ইংরেজি শিখতে পারলে, তথ্যপ্রযুক্তির এই যুগে আপনি অনেক গুণ এগিয়ে থাকবেন। ইংরেজি শেখা যথেষ্ট সহজ এবং খুব মজার। ইংরেজি শিখার জন্য আপনি অনলাইনে অসংখ্য ফ্রী রিসোর্স পাবেন। যেখান থেকে খুব সহজে ইংরেজি ভাষা শিখে আয়ত্ব করতে পারবেন। যেহেতু ইংরেজি আন্তর্জাতিক ভাষা। তাই ইংরেজি শেখার মাধ্যমে গোটা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। তাই চলুন, আর দেরি না করে আজকের আর্টিকেলে জেনে আসি ইংরেজি শেখার সেরা ১০ টি উপায়। এই ১০টি উপায় আপনাকে ইংরেজি শেখাতে বাধ্য করবে। শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকুন সফল হবেন, ইনশাআল্লাহ।

সহজে ইংরেজি শেখার উপায়ঃ

ইংরেজি শেখার অনেক উপায় রয়েছে। তবে আপনাকে সহজে ইংরেজি শেখার সেরা উপায় গুলো অবলম্বন করতে হবে। আমরা নিম্নে ইংরেজি শেখার সেরা ১০ টি উপায় তুলে ধরেছি। আশা করি আপনার ইংরেজি শেখার পথটি সুগম হবে। উপায় গুলো হলোঃ-

১। নিয়মিত পড়ুনঃ

পড়ুন, আরো পড়ুন, আরো বেশি পড়ুন। ইংরেজি শেখার ক্ষেত্রে প্রথমে আপনাকে প্রচুর পড়তে হবে। যত পারেন ইংরেজি পড়তে থাকুন। ইংরেজিতে একটি কথা আছে- রিড মোর টু মোর (Read more to more)। যেহেতু আপনি ইংরেজি ভাষা শিখবেন। তাই ইংরেজিতে লেখা যেকোনো সাহিত্য, নিউজ পেপার, আর্টিকেল কিংবা সোশ্যাল মিডিয়াতে ইংরেজিতে যা কিছু পাবেন সময় নিয়ে পড়তে থাকুন। সেখানে আপনি অসংখ্য নতুন ভোকাবুলারি বা শব্দ পাবেন। সে শব্দগুলোকে আপনার ডায়েরিতে নোট করে রাখুন এবং ডিকশনারির মাধ্যমে অর্থ জানার চেষ্টা করুন। এভাবে আপনার প্রতিনিয়ত অনেক ভোকাবুলারি মুখস্ত হয়ে যাবে। পরবর্তীতে আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। কারণ একটি ভাষা শেখার মূল অস্ত্র সেই ভাষার শব্দ ভান্ডার।

২। ইংরেজির মৌলিক বিষয়গুলি শিখুনঃ

কোন একটি ভাষায় পান্ডিত্য অর্জন করতে হলে। প্রথমে আপনাকে সেই ভাষার বর্ণমালা, শব্দভাণ্ডার, ব্যাকরণ এবং উচ্চারণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং ইংরেজি ভাষার এই মৌলিক বিষয়গুলো আপনাকে আগে আয়ত্ত করতে হবে। কারণ আপনার ভিত্তি যদি মজবুত থাকে। তাহলে ইংরেজি ভাষা শেখা আপনার জন্য পানির মত সহজ হয়ে যাবে। আপনি এই মৌলিক বিষয়গুলো শেখার জন্য বিভিন্ন বই, অনলাইনে কোর্স বা ভাষা শেখায় এমন কোন প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন। যার মাধ্যমে আপনি ইংরেজির মৌলিক বিষয়গুলো সহজে শিখতে পারবেন। ব্যাসিক কাঠামো মজবুত না হলে ইংরেজি শেখা আপনার জন্য অসাধ্য ব্যাপার হয়ে যাবে। যার ব্যাসিক যত স্ট্রং হবে, তার ইংরেজি শেখা তত সহজ হবে।

৩। ব্যবহারিক দক্ষতা অর্জন করুনঃ

Practice makes a man perfect. আপনি যত অনুশীলন করবেন, তত আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। মনে রাখবেন, ইংরেজি ভাষার মৌলিক বিষয়গুলি শিখলেই আপনি ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন না। ইংরেজি ভাষার ব্যবহারিক দক্ষতা উন্নত করার জন্য আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজি বক্তব্য শুনতে হবে এবং ইংরেজিতে লেখার অভ্যাস তৈরি করতে হবে। যখন আপনি ন্যাটিভ স্পিকারদের কথা সহজে বুঝতে পারবেন। স্মার্টলি ইংরেজি পড়তে পারবেন, লিখতে পারবেন এবং বলতে পারবেন। তখন আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করবেন।

৪। ইংরেজি ভাষার সংস্পর্শে থাকুনঃ

বাংলা একটি প্রবাদ আছে- সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং আপনি ইংরেজি শেখার জন্য প্রতিনিয়ত ইংরেজির সংস্পর্শে থাকা আবশ্যক। যাদের সাথে আপনি ইংরেজি অনুশীলন করতে পারবেন তাদের সাথে চলাফেরা করুন। ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্র বা ম্যাগাজিন পড়ুন। সহজে ইংরেজি শেখার জন্য অবশ্যই আপনাকে ইংরেজির সংস্পর্শে থাকতে হবে।

৫। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুনঃ

কোন একটি কাজ সফল করার জন্য প্রথমে একটি লক্ষ্য নির্ধারণ করতে হয়। সফলতা অর্জনের জন্য লক্ষ্য নির্ধারণ অতি গুরুত্বপূর্ণ। যা কাজের পঞ্চাশ শতাংশ সফলতা এনে দেয়। যখন আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করবেন। তখন আপনার পড়াশোনা এবং অনুশীলনের দিকে মনোযোগী হতে পারবেন। যদি আপনার লক্ষ্য হয় ইংরেজিকে ভালোভাবে আয়ত্ত করা। তাহলে আপনার উচিত হবে নিয়মিত ইংরেজি চর্চা করা। প্রতিদিন নির্দিষ্ট একটা সময় আপনি ইংরেজি শেখার জন্য বরাদ্দ রাখুন। কতদিন বা কয় মাস পরে আপনার ইংরেজি স্কিলকে কোথায় দেখতে চান সেই লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন। কাঙ্খিত লক্ষ্য ব্যাতিত মানুষ সফল হতে পারেনা। তাই আপনাকে নির্দিষ্ট একটি লক্ষ্য সেট করতে হবে।

৬। সোশ্যাল মিডিয়া ব্যবহারঃ

যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে সামাজিক মিডিয়াগুলো। আপনার একটি সোশ্যাল মিডিয়া একাউন্ট হতে পারে আপনার ইংরেজি শিক্ষার অন্যতম একটি মাধ্যম। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্তে থাকা যেকোনো ব্যক্তির সাথে আপনি ইংরেজিতে কথোপকথন করতে পারেন। নিউজফিডে আসা সকল ধরনের ইংরেজি গুলো পড়ুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন। আপনার প্রতিদিনের কর্মকাণ্ড গুলি ইংরেজিতে প্রকাশ করার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে যারা বন্ধু থাকবে। তাদের মধ্যে পার্সোনাল ভাবে অথবা গ্রুপ করে ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। সোশ্যাল মিডিয়াতে এমন অনেক গ্রুপ থাকে যেখান থেকে আপনি ইংরেজি শিখতে পারবেন এবং আপনার ইংরেজি চর্চার জন্য অনেক বন্ধু-বান্ধব পেয়ে যাবেন। তাদের সাথে নির্দিষ্ট সময় ধরে ইংরেজি প্রাকটিস করুন।

৭। মুভি দেখার মাধ্যমেঃ

সহজে ইংরেজি শেখার অন্যতম একটি উপায় হচ্ছে সাবটাইটেল সহ ইংরেজি মুভি বা নাটক দেখা। আমরা কোনো বিষয় পড়ার চাইতে শুনতে বেশি ভালোবাসি। যখন কোনো বিষয় গল্প বা কাহিনী আকারে পরিবেশন করা হয়। তখন সেটি বেশি সময় ধরে মনে রাখতে পারি। তেমনি ভাবে মুভি বা নাটক দেখার মাধ্যমে ইংরেজি শেখা যায়। ইংরেজি ভাষার মুভি দেখার মাধ্যমে ইংরেজি শেখা খুব সহজ। শুধু ইংরেজি নয়, যে কোন ভাষা শেখার ক্ষেত্রে সেই ভাষার মুভি, সংগীত, নাটক ইত্যাদি দেখার মাধ্যমে সেই ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। ইংরেজি কোনো মুভি দেখার ক্ষেত্রে সাবটাইটেল অন করে তারপর দেখবেন। তাহলে কোনো শব্দ বুঝতে সমস্যা হলে সেটির সমাধান সাবটাইটেলে দেখতে পাবেন।

৮‌। লিখার চেষ্টা করুনঃ

আপনি যে বিষয়গুলো অর্জন/মুখস্ত করেছেন সে বিষয়ে একটি পরিকল্পনা সাজান। নতুন শেখা শব্দগুলো বারবার লিখবেন। আমরা কোনো কিছু যখন খাতায় লিখি। তখন লেখার পাশাপাশি আমাদের ব্রেনে জমা হয়ে থাকে। শুধু পড়ার চাইতে, পড়া এবং লেখার মাধ্যমে কোনো বিষয় বেশি সময় মনে রাখা সম্ভব। ইংরেজির মৌলিক বিষয় ভালোভাবে আয়ত্ব করতে পারলে। আপনি ইংরেজিতে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনার ইংরেজি লেখার স্কিল বৃদ্ধি পাবে। যা সহজে ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৯। কথা বলার চেষ্টা করুনঃ

পূর্বে যতগুলো স্টেপ ফলো করে এসেছেন তার আউটপুট হচ্ছে কথা বলা। বুঝাতে চাচ্ছি আপনি ৮ টি স্টেপে যা অনুশীলন করেছেন তার প্রকাশ হচ্ছে আপনি কথা বলতে পারছেন কিনা। কারণ আপনি যখন ইংরেজি ভাষার মৌলিক বিষয়গুলি আয়ত্ত করবেন। ভালোভাবে ইংরেজি পড়তে পারবেন, লিখতে পারবেন। তখন সর্বশেষ আপনাকে ইংরেজিতে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে। ইংরেজিতে কথা বলার জন্য আপনার সহপাঠীদের সাথে ইংরেজি চর্চা করুন। যারা আপনার সাথে ইংরেজি ভাষায় কথা বলতে ইচ্ছুক তাদের সাথে সঙ্গ গড়ে তুলুন। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ রয়েছে যারা ইংরেজিতে আপনার সাথে কথা বলার আগ্রহ দেখাবে। তাদের সাথে প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলুন।

১০। নিয়মিত অনুশীলন করুনঃ

সর্বশেষ উপায় হচ্ছে অনুশীলন করা। শুধু অনুশীলন নয়, নিয়মিত অনুশীলন করতে হবে। আপনি যে কাজ করেন না কেনো, যদি অনুশীলন না থাকে তাহলে আপনি ভুলে যাবেন। ঠিক তেমনি ভাবে পরিকল্পনা অনুযায়ী নয়টি স্টেপ ফলো করলে। সর্বশেষ আপনাকে সে বিষয়গুলি ভালোভাবে অনুশীলন করতে হবে। প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে আপনি ইংরেজির দক্ষতা অর্জন করতে পারবেন। যখন প্রতিনিয়ত অনুশীলন করবেন তখন আপনার ইংরেজি ভাষার জড়তা কেটে যাবে। আর জড়তা কেটে গেলে খুব সহজে ইংরেজি শেখার উপায়গুলো আয়ত্ত হয়ে যাবে। এভাবেই আপনি খুব সহজে ইংরেজি শেখার উপায় অবলম্বন করে ইংরেজিতে দ্ক্ষ হয়ে উঠতে পারেন।

আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার ব্যবহৃত সোশ্যাল মিডিয়াতে। এই ধরনের বিভিন্ন তথ্য পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাঠক বিডির পাঠক হয়ে সাথে’ই থাকুন। ধন্যবাদ আপনাকে।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
Pathokbd Logo
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
3 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন
Inline Feedbacks
সব কমেন্ট দেখুন
Arif Hosen
Arif Hosen
অতিথি
January 22, 2024 8:54 am
Ratting :
     

ভালো লাগলো টিপস গুলো

Rayhan Molla
Rayhan Molla
অতিথি
January 28, 2024 2:47 pm
Ratting :
     

thank you so much for your great information

কানিজ ফাতেমা
কানিজ ফাতেমা
অতিথি
February 14, 2024 12:23 am
Ratting :
     

অসংখ্য ধন্যবাদ পাঠক বিডিকে।

Copyright © 2024 PathokBD.com