Chat GPT

জনপ্রিয় আর্টিকেল

Chat GPT কি? চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি

আর্টিকেল এর সূচিপত্র

Chat GPT হলো একটি Artificial Intelligence (AI) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। মূলত চ্যাট জিপিটি হলো বর্তমান বিশ্বে নতুন একটি চমক সৃষ্টিকারী AI Chat Bot। চ্যাট জিপিটি খুব কম সময়ের মধ্যে সারা বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে ছাত্র, শিক্ষক সহ ইন্টারনেট ভিত্তিক যে কোন কাজে চ্যাট-জিপিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানুষের কাজগুলোকে খুব সহজে সমাধান করে দিচ্ছে চ্যাট জিপিটি। যার কারণে খুবই অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা লাভ করেছে Chat GPT। চ্যাট জিপিটি ব্যবহার করার মাধ্যমে আয় করার অনেক সুযোগ রয়েছে। দৈনন্দিন জীবনের সকল সেক্টরে যেভাবে চ্যাট জিপিটি অবদান রেখে চলেছে, ঠিক তেমনিভাবে আয়ের অন্যতম মাধ্যম তৈরি করে দিচ্ছে চ্যাট জিপিটি। আজকে আমরা জানবো চ্যাট জিপিটি কি এবং চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জন করার বিভিন্ন পদ্ধতি। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেই কিভাবে Chat GPT ব্যবহার করে আয় করা যায়।

Chat GPT কি?

চ্যাট জিপিটি এর পূর্ণরূপ হল Chat Generative Pre-Trained Transformer (GPT)।
পরিভাষায়, চ্যাট জিপিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চালিত বর্তমান সময়ের ভীষণ জনপ্রিয় একটি চ্যাট বট। যা Open AI নামের একটি রিসার্চ কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। Chat GPT বা চ্যাটবট এর মূল কাজ হল ব্যবহারকারীর যে কোন প্রশ্নের সঠিক উত্তর বা সমাধান দেয়া।

চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জন করার পদ্ধতিঃ

Chat GPT শুধুমাত্র একটি চ্যাট বট নয়। চ্যাট জিপিটি ব্যবহার করে অর্থ উপার্জন করা সম্ভব। বর্তমান সময়ে জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি আয়ের জন্য অনেকগুলো মাধ্যমের সুযোগ করে দিয়েছে। চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আয় করা যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।

১। আর্টিকেল রাইটিংঃ

আর্টিকেল রাইটিংকে পেশা হিসেবে গ্রহণ করলে অনেক টাকা ইনকাম করা সম্ভব। মানসম্মত আর্টিকেল লিখার মাধ্যমে আপনি প্রতি মাসে একটি ভালো মানের প্যাসিভ ইনকাম করতে পারবেন। আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনাকে খুব বেশি দক্ষ হতে হবে না। কারণ আপনি একটি কিওয়ার্ড নির্বাচন করে চ্যাট জিপিটিকে বললে, সে উক্ত কিওয়ার্ডের উপরে আপনাকে বিস্তারিত একটি আর্টিকেল লিখে দিবে। বাংলা অথবা ইংরেজি কিংবা যে কোন ভাষায় পরিপূর্ণ একটি আর্টিকেল লিখে দিবে চ্যাট জিপিটি।

চ্যাট জিপিটি কর্তৃক লিখিত আর্টিকেলটি ইউনিক থাকবে। যার ফলে আপনার আর্টিকেলটি গুগল গ্রহণ করতে বাধ্য। কপিরাইট কিংবা চুরির অপরাধ থাকবেনা। চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখার পরে আর্টিকেল এর মান যাচাই করতে আপনি হিউম্যান টাচ বা নিজে প্রতিটি বাক্য পড়ে কিছু পরিবর্তন করবেন। তাহলে আর্টিকেলটি আরো সুন্দর হয়ে উঠবে। এভাবে আপনি আর্টিকেল লেখার মাধ্যমে নিজে ব্লগিং করে কিংবা আর্টিকেল বিক্রি করে আয় করতে পারেন।

২। ইমেইল রাইটিংঃ

আমরা অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি। অথবা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অনেক সময় প্রমোশনাল মেইল সেন্ড করি। কিন্তু আমরা জানিনা কিভাবে মার্কেটিং করতে হয়? কিংবা মার্কেটিংয়ের জন্য উপযুক্ত একটি ইমেইল লিখতে হয়। চ্যাট জিপিটি আপনার এই ইমেইল রাইটিং কে একদম সহজ করে দিবে। আপনি চ্যাট জিপিটিকে যখন নির্দেশ প্রদান করবেন। তখন Chat GPT আপনার কাঙ্খিত বিষয়ে চমৎকার একটি ইমেইল রাইটিং করে দিবে। এভাবে ইমেইল রাইটিং এর মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন।

৩। ইউটিউব স্ক্রিপ্টঃ

আর্টিকেল লেখার মত Chat GPT ব্যবহার করে আপনার ইউটিউব কনটেন্ট এর জন্য যে কোন স্ক্রিপ্ট লিখতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে সম্পূর্ণ ইউনিক একটি স্ক্রিপ্ট লিখে দিবে। আপনার চাহিদা অনুযায়ী চ্যাট জিপিটিকে শিরোনাম নির্বাচন করে দিলে সে বিষয়ে আপনাকে পরিপূর্ণ একটি স্ক্রিপ্ট লিখে দিবে। যে স্ক্রিপ্ট ব্যবহার করে আপনি ভিডিও কনটেন্ট তৈরি করতে পারেন এবং ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারেন।

৪। ট্রান্সলেশন বা অনুবাদঃ

অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় কনটেন্ট অনুবাদ করার জন্য লোক বা মানুষ খুঁজে থাকে। আপনি সেই সকল কোম্পানির সাথে যোগাযোগ করে খুব সহজে তাদের অনুবাদের কাজ গুলো চ্যাট জিপিটির মাধ্যমে করে দিতে পারেন। তবে মনে রাখবেন, চ্যাট জিপিটি মাঝেমধ্যে কিছু ভুল করতে পারে। সেক্ষেত্রে অনুবাদ করার পরে আপনি গ্রামার চেক করে নিবেন। তবে গ্রামার চেক করার জন্য আপনাকে গ্রামারে দক্ষ হওয়ার প্রয়োজন নেই। অনলাইনে গ্রামার চেক করার জন্য অসংখ্য ফ্রী ওয়েবসাইট বা টুলস রয়েছে। তার মাধ্যমে আপনি আপনার গ্রামার চেকের কাজটি করে নিতে পারবেন। এভাবে অনুবাদের কাজ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব।

কম্পিউটার কি? কম্পিউটার কত প্রকার? জেনে নিন বিস্তারিত (2024)

৫। পণ্যের বিবরণ লেখাঃ

অনেক সময় বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান তাদের পণ্যের বিবরণ লিখে দিতে বলে। আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে উক্ত পণ্য সম্পর্কে বিস্তারিত বিবরণ লিখে নিতে পারেন। যখন আপনি Chat GPT কে একটি পণ্যের নাম বলবেন এবং তাকে নির্দেশ করা হবে যে উক্ত বিষয়ে বিস্তারিত লিখে দাও। তখন চ্যাট জিপিটি আপনার পণ্যের সম্পর্কে সুন্দর একটি ডেসক্রিপশন বা বিবরণ লিখে দিবে। এভাবে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের বা কোম্পানির পণ্যের বিবরণ লিখে টাকা আয় করা সম্ভব।

৬। কোডিংঃ

বর্তমান সময়ে অসংখ্য কোডার রয়েছে বা ডেভলপার রয়েছে। বিভিন্ন প্রোগ্রামিং ভাষা লিখার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। যা খু্ঁজে বের করতে অনেক সময় লেগে যায়। সে ভুলগুলো খুঁজে বের করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে চ্যাট জিপিটির ব্যবহার। আপনি যখন কোন একটি ভুল শনাক্ত করতে না পারবেন। তখন Chat GPT কে বললে খুব সহজে সে আপনাকে উক্ত ভুলটি খুঁজে বের করে দিবে। তাছাড়াও নতুন একটি প্রোগ্রাম লিখার ক্ষেত্রে তাকে নির্দেশ প্রদান করা হলে, সে সম্পূর্ণ একটি প্রোগ্রাম লিখে দিবে এবং বিস্তারিত বিবরণ প্রদান করবে। এভাবে কোড লেখার মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইট কিংবা সফটওয়্যার ডেভলপ করতে পারেন। যার মাধ্যমে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

৭। ভিডিও তৈরি করাঃ

ধরুন আপনি একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু ভিডিও তৈরি করার জন্য আইডিয়া কিংবা ধারণা পাচ্ছেন না। তাহলে আপনার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে Chat GPT ব্যবহার করা। চ্যাট জিপিটি ব্যবহার করার মাধ্যমে আপনি ভিডিও কনটেন্ট তৈরি করার জন্য যেকোনো টপিকের উপরে বিভিন্ন ধারণা পাবেন। উক্ত টপিকের বিস্তারিত বিবরণ আপনি Chat GPT এর মাধ্যমে লিখে নিতে পারবেন। শুধু লিখা নয়, পাশাপাশি সে লেখাগুলোর মাধ্যমে একটি ভিডিও তৈরি করতে পারবেন। লেখা থেকে ভিডিও তৈরি করার জন্য অসংখ্য এ আই ওয়েবসাইট রয়েছে। যেমনঃ Pictory.ai অথবা Invideo.io ইত্যাদি। এভাবে কোন কনটেন্টের ধারণা, বিস্তারিত বিবরণ এবং ভিডিও তৈরির মাধ্যমে আপনি অসংখ্য টাকা উপার্জন করতে পারবেন।

৮। ই-বুক তৈরিঃ

ডিজিটাল যুগে এসে ই-বুক খুব জনপ্রিয়। আমরা যারা হার্ড কপি বই পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করি না তাদের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ই-বুক। মোবাইল ফোনের মাধ্যমে যেকোন স্থানে বসে ই-বুক পড়তে মানুষ পছন্দ করে। আপনি চাইলে Chat GPT ব্যবহার করে মানুষের পছন্দমত একটি ই-বুক তৈরি করতে পারেন। ebook এর মধ্যে চমৎকার কিছু টপিক নিয়ে আসতে পারেন। সেই সকল টপিকের উপরে বিস্তারিত বিবরণ লেখার জন্য Chat GPT ব্যবহার করুন। এভাবে আপনি একটি ই-বুক তৈরি করতে পারেন এবং সেই ই-বুকটি বিভিন্ন ওয়েবসাইটে সেল করার মাধ্যমে যেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

FAQ:

কিভাবে Chat GPT ব্যবহার করবেন?
চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে chat.openai.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে Try Chat Gpt এর অপশন থাকবে, ক্লিক করার পরে আপনার ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রার করতে হবে এবং আপনি খুব সহজে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন।

চ্যাট জিপিটি-র পূর্ণরূপ কি?
Chat Generative Pre-Trained Transformer

Chat GPT কখন launch করা হয়?
২০২২ সালের ৩০ নভেম্বর তারিখে।

Chat GPT-তে কি বাংলা ভাষাতে লিখা যাবে?
অবশ্যই, চ্যাট জিপিটি বাংলা ভাষা সহ অসংখ্য ভাষা বোঝে এবং প্রশ্নের উত্তর দিতে সক্ষম

আশা করি চ্যাট জিপিটি নিয়ে আজকের আর্টিকেলটি ভালো লেগেছে। এই ধরনের বিভিন্ন আর্টিকেল ও তথ্য পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাঠক বিডি’র পাঠক হয়ে সাথে’ই থাকুন। ধন্যবাদ আপনাকে।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
Pathokbd Logo
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
2 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন
Inline Feedbacks
সব কমেন্ট দেখুন
Tasnia Jahan
Tasnia Jahan
অতিথি
March 4, 2024 11:07 am
Ratting :
     

অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ

Tasnia Jahan
Tasnia Jahan
অতিথি
March 4, 2024 11:07 am
Ratting :
     

অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ

Copyright © 2024 PathokBD.com